এফআর টাওয়ারের নকশা জালিয়াতি মামলার বিচার শুরু
১৫ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। টাওয়ার মালিক সৈয়দ মোহাম্মদ হোসাইন ইমাম ফারুক ও রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
এদিন আসামিদের পক্ষে তাদের আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর চার্জ গঠনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। টাওয়ারের তত্ত্বাবধায়ক মোফাজ্জেল হোসেন ও আব্দুল্লাহ আল বাকীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আবারও আদালতে জেমস
আসামিরা হলেন টাওয়ারের মালিক সৈয়দ এম হোসাইন ইমাম ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, এফআর টাওয়ার ওনার্স সোসাইটির সভাপতি কাসেম ড্রাইসেলের এমডি তাসভীর-উল-ইসলাম, রাজউকের সাবেক পরিচালক শামসুল আলম, সহকারি পরিচালক শাহ এম সদরুল আলম, সহকারি অথরাইজড অফিসার নজরুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, সহকারি পরিচালক মেহেদউজ্জামান, রাজউকের উচ্চমান সহকারি সাইফুল আলম, ইমারত পরিদর্শক (নকশা জমা গ্রহণকারী) ইমরুল কবির, ইমারত পরিদর্শক শওকত আলী, উচ্চমান সহকারি শফিউল্লাহ, সাবেক অথরাইজড অফিসার শফিকুল ইসলাম, নিম্নমান সহকারি মুহাম্মদ মজিবুর রহমান মোল্লা, অফিস সহকারি এনামুল হক ও শওকত আলী।
রাজউকের ছাড়পত্র ইস্যু, ফি জমা, নকশা অনুমোদন না নিয়ে ভূয়া নকশা তৈরি করে এফআর টাওয়ারের ১৯ তলা থেকে ২৩ তলা পর্যন্ত নির্মাণ করে আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক দেয়া, বিক্রি করা ও অগ্নিকাণ্ডে জনসাধারণের জানমালের ক্ষতির কারণে মামলাটি দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক ২০১৯ সালের ২৫ জুন কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। গত বছরের ১৩ ডিসেম্বর ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
এফআর টাওয়ার/এএমএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ
The post এফআর টাওয়ারের নকশা জালিয়াতি মামলার বিচার শুরু appeared first on ARTNEWS.COM.BD.
Source: New feed