করোনাকালে দীর্ঘ সময় স্কুল বন্ধ ছিল। এরপর ক্লাস শুরু হয় অনলাইনে। স্কুলের মাসিক ব্যয় অর্ধেকেরও বেশি কমে গেছে। শিক্ষকদের কাজ ও পরিশ্রম কমে গেছে ৮০ শতাংশেরও বেশি। কিন্তু স্কুলের আয় কমেনি একটুও। কারণ, মাসিক বেতন বা অন্যান্য ফি-তে কোন ছাড় দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে পড়া শিক্ষার্থীদের অভিভাবকরা ঐক্যবদ্ধ হয়েছেন।
‘বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম’ নামে গড়ে উঠেছে সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে এর আহ্বায়ক একেএম আশরাফুল হক আর্ট নিউজকে জানিয়েছেন, তারা অনলাইনে ক্লাসের ক্ষেত্রে স্কুলের ফি ৫০ শতাংশ কমানোর বিষয়ে কাজ করছেন। প্রাথমিক অবস্থায় অভিভাবকদের সংগঠিত করার কাজ হয়েছে। বিষয়টি এখন গণমাধ্যমে প্রকাশের মধ্য দিয়ে সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নজরে আনার কাজ চলছে।
আশরাফুল হক জানান, এর অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিঞা মিলনায়তনে বেলা ১১টায় মিট দ্য প্রেস অনুষ্ঠিত হবে।