বিছার কামড়ে তিনজনের মৃত্যু
১৪ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মিশর): মিশরের দক্ষিণাঞ্চলীয় শহর আসওয়ানে বিছার কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও ৪৫০ জন। প্রবল ঝড়ের কারণে এসব বিছা রাস্তা ও বাড়িতে চলে আসায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, গত শুক্রবার নীলনদের তীরবর্তী ওই অঞ্চলে প্রচণ্ড শিলাবৃষ্টি ও বজ্রঝড় হয়। প্রবল বর্ষণের কারণে এসব বিছা রাস্তায় ও বাড়িতে চলে আসে।
এ কারণে পার্বত্য ও মরু অঞ্চলের পার্শবর্তী গ্রামগুলোর স্বাস্থ্য কেন্দ্রে বাড়তি অ্যান্টি-ভেনম ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে পরিস্থিতি মোকাবেলায় জনগণকে বাড়িতে থাকার এবং বেশি গাছপালা আছে এমন জায়গা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
মিশরে বিশ্বের সবচেয়ে বিষাক্ত মোটা লেজবিশিষ্ট বিছার আবাসস্থল। কালো মোটা লেজবিশিষ্ট বিছার বিষ এক ঘণ্টার মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে পারে।
সাধারণত বিষের প্রভাবে নিঃশ্বাস নিতে কষ্ট, পেশীতে খিঁচুনি ও মাথার অস্বাভাবিক নড়াচড়ার মতো লক্ষণ দেকা দিতে পারে।
প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিছার কামড়ের লক্ষণ দেখা দেয়ার আগে অ্যান্টি-ভেনম ব্যবহার করা হয়। তবে লক্ষণ তীব্র আকার ধারণ করায় আগে অ্যান্টি-ভেনম প্রয়োগও অনেক সময় কার্যকর হয়।
মিশর/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ
The post বিছার কামড়ে তিনজনের মৃত্যু appeared first on ARTNEWS.COM.BD.
Source: New feed